দেশের ক্রিকেট উন্নয়নে প্রয়োজনীয় সবকিছুই করতে চান জালাল ইউনুস
- আপডেট সময় : ০৯:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৭২৪ বার পড়া হয়েছে
দেশের ক্রিকেট উন্নয়নে প্রয়োজনীয় সবকিছুই করতে চান বিসিবির নতুন অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। খারাপ সময় কাটিয়ে দ্রুতই বাংলাদেশ দল ভালো অবস্থানে ফিরবে বলে আশা করেন তিনি। এদিকে, দায়িত্ব হারালেও পাশে থেকে জালাল ইউনুসকে সহযোগিতার ঘোষণা দিয়েছেন নতুন ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যান আকরাম খান।
কমিটি ঘোষণা পর প্রথমবার গনমাধ্যমের মুখোমুখি সাবেক ও বর্তমান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ও জালাল ইউনুস।
ঢাকার ঐতিবাহী ক্লাব আবাহনীর সাবেক খেলোয়াড় ও কর্মকর্তাদের পুর্নমিলনী অনুষ্ঠানে আসেন বিসিবি এই দুই কর্মকর্তা। কুশল বিনিয়ম, অভিজ্ঞতা আদান-প্রদান, সবই হয়েছে প্রথম দেখায়।
মঙ্গলবার যখন দায়িত্ব বুঝে নেন জালাল ইউনুস, তখন মাঠের লড়াইয়ে ধুকছে বাংলাদেশ, কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে দল। এমন বাস্তবতায় আশার কথা শোনালেন নতুন অপারেশনস কমিটির চেয়ারম্যান।
বিসিবি অপারেশন্সের দায়িত্ব হারালেও নতুন চেয়ারম্যানের পাশে থাকতে চান ফ্যাসিলিটিজ কমিটির প্রধান আকরাম খান।
অতীত, বর্তমানের মতো অদূর ভবিষ্যতেও দেশের ক্রিকেট উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে চান বিসিবির এই দুই কর্মকর্তা।