দেশের জনগণের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে পাচার করেছে আওয়ামী সরকার : রিজভী
- আপডেট সময় : ০১:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১৮২০ বার পড়া হয়েছে
অবরোধ সমর্থনে সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চান্দিনা গোবিন্দপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিলে করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের জনগণের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে পাচার করেছে আওয়ামী সরকার। এখন সেই লুটের টাকা ডামি নির্বাচনে ঢালছে তারা।
বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি’র বরাত দিয়ে তিনি বলেন, ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত ১৫ বছরে ব্যাংক খাত থেকে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লুটপাট করা হয়েছে। ফলে দেশের অর্থনীতির পরিণতি এখন খুবই করুণ! আওয়ামী লীগ বিরোধী দল ছাড়াই একতরফা ডামি নির্বাচনের আয়োজন করেছে উল্লেখ করে রিজভী বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের জনগণ রাজপথে আন্দোলন করছে। গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়ে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনার সেদিকে লক্ষ্য নেই। তার লক্ষ্য অমল ধবল ক্ষমতা। একতরফা ডামি নির্বাচনেও আওয়ামী লীগ নিজেরা নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়ছে। ইতোমধ্যে কয়েকজনের প্রাণহানি ঘটেছে।