দেশের জন্য যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনাবাহিনীর প্রতি আহ্বান
- আপডেট সময় : ০১:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
দেশের জন্য যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তত থাকতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মুজিব রেজিমেন্ট ও রওশন আরা রেজিমেন্টের নতুন পতাকা হস্তান্তর এবং ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি । ১৩ বছরে সশস্ত্র বাহিনী যথেষ্ট শক্তিশালী হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রামের হালিশহরে মুজিব রেজিমেন্ট ও রওশন আরা রেজিমেন্টের কাছে নতুন পতাকা হস্তান্তর ও সেনাবাহিনীর ১০টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দীন আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে পতাকা হস্তান্তর করেন।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সশস্ত্র বাহিনীর উন্নয়নে নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এতে দেশ বিদেশে তিন বাহিনীর সুনাম বৃদ্ধি পেয়েছে।
এসময় জঙ্গীবাদ নির্মূল, প্রাকৃতিক দুর্যোগ ও করোনা মোকাবিলায় সরকারের ভুমিকা তুলে ধরেন তিনি। পতাকার মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ থেকে বাঁচতে সতর্ক থাকার পাশাপাশি, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।