দেশের জেলায় বিভিন্ন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে
- আপডেট সময় : ০৫:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।
রংপুর নগরীর দর্শনায় এইচএম এরশাদের পল্লি নিবাস চত্বরে অবস্থিত কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান সেন্টু। পরে সমাধিস্থলে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা ও মহানগর জাতীয় পার্টি।
বরিশালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এরশাদের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ স্মরণসভা হয়।
চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেন মিয়াসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
জামালপুরে হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শহরের তমালতলা মোড়ে দোয়া, মিলাদ ও খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করে জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখা। প্রধান অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান।
ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চুসহ অনেকেই।
নোয়াখালীতে দলীয় কার্যালয়ে কোরআন খতম, মিলাদ মাহফিল, দুস্থদের মাঝে খাবার বিতরণ, রেলীসহ নানা আয়োজনে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। উপস্থিত ছিলেন ,জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দীন আহমেদ মিঠুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঢাকার সাভার ও ধামরাইয়েও আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল হয়। এর আগে মডেল মসজিদে তার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম দেয়া হয়।