দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত চারজন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত চারজন। এর মধ্যে সিলেটের গোলাপগঞ্জে তিন জন ও নেত্রকোনার কলমাকান্দায় একজন নিহত হন।
সিলেটের গোপালগঞ্জে বাস ও সিএনজির অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ৩ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছে দুইজন। অন্যদিকে, নেত্রকোনার কলমাকান্দায় লরি উল্টে রবি হোসেন নামে লরির চালক নিহত হয়েছে। পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে কলমাকান্দা দূর্গাপুর সড়কে চান্দুয়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় লরি চালক রবি হোসেন নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় চালক রবি। পরে খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিসে রাত দেড়টার দিকে নিহত রবি হোসেন এর মরদেহ লরির নিচ থেকে উদ্ধার করা হয়। নিহত রবি হোসেন পার্শ্ববর্তী দুর্গাপুর উপজেলার চার খাল গ্রামের আব্দুর রহমানের ছেলে।