দেশের পোশাক শিল্পের ইতিহাসে শোকাবহ দিন আজ

- আপডেট সময় : ০৭:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
আজ ভয়াল ২৪ এপ্রিল। ২০১৩ সালের এই দিনে ধসে পড়ে সাভারের বহুতল বানিজ্যিক ভবন রানা প্লাজা। দেশের গন্ডি ছাড়িয়ে পুরো বিশ্বকে কাপিয়ে দিয়েছিল এই ধস। রানা প্লাজার বিভীষিকাময় স্মৃতি আজও তাড়া করছে বেঁচে থাকা শত শত শ্রমকিকে। শরীরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন দীর্ঘ ৯ বছর ধরে।প্রতিবছরে এই দিনটিতে আহত-নিহতদের স্বজনরা সাভারের সেই স্মৃতি বিজড়িত স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
রানা প্লাজা ট্র্যাজেডিতে সহস্রাধিক মানুষের মৃত্যু ও ভয়াবহ আর্তনাদ সহজে তো ভুলবে না ভুক্তভোগীরা। ২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯টায় সাভারের ৯ তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে। সেই মৃত্যু কূপ থেকে বেঁচে ফেরা মানুষগুলোকে ৯ বছর পরও ভয়াল স্মৃতি তাড়া করছে। বেঁচে ফেরার কঠিন ওই দিনটি মনে পড়লে আতঙ্ক ফুটে উঠে তাদের চোখে-মুখে।
এই ঘটনায় করা মামলাগুলো এখনো বিচারাধীন। ভবন মালিক সোহেল রানাসহ অন্য আসামীরা রয়েছেন কারাগারে। আহত শ্রমিকরা ওই সময়ে কিছুটা আর্থিক সহায়তা পেয়েছে। কিন্তু, এখন পর্যন্ত যথাযথ ক্ষতিপুরণ পাননি তারা। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ক্ষতিগ্রস্তরা।
ব্যবস্থার মধ্য দিয়ে র্কমক্ষম জীবনে ফেরার চষ্টো করতে হবে এমন শ্রমিকদের। আর বিচারের মধ্য দৃষ্টান্ত স্থাপনের তাগিদ দেন এই শ্রমিক নেতা।
রানা প্লাজা ভবন ধসে প্রায় এক হাজার ৩৭ শ্রমিক নিহত ও দুই হাজাররেও বেশি মানুষ আহত হয়। এটি বিশ্ব ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।