দেশের প্রায় প্রতিটি এলাকায় গত ১১ দিন ধরে দাপট দেখাচ্ছে তাপমাত্রা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
দেশের প্রায় প্রতিটি এলাকায় গত ১১ দিন ধরে দাপট দেখাচ্ছে তাপমাত্রা। প্রচন্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। হাসঁফাঁস করছে প্রানিকূল।
আকাশের দিকে চাতকের মত স্বস্তির বৃষ্টির প্রতীক্ষায় প্রহর গুণছে গ্রাম-গঞ্জ-শহর বন্দরের মানুষ। রাজধানী ঢাকায় রেকর্ড করেছে তাপমাত্রা। গতকাল সিলেটসহ কয়েকটি জেলায় ছিটে ফোটা বৃষ্টিপাত হলেও স্বস্তি আসেনি। তাঁতিয়ে আছে প্রকৃতি। কেবল দিনেই নয়, রাতেও তাপদগ্ধ পরিস্থিতির নিষ্কৃতি নেই। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। তবে ২৩ এপ্রিল থেকে সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ হাওড় অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।