দেশের বাজারেও পণ্য বাজারজাত করতে হবে: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০১:২৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / ১৮৬০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু বিদেশে রফতানি নয়, দেশের বাজারেও পণ্য বাজারজাত করতে হবে। বর্তমানে দেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী। পরিকল্পিতভাবে কাজ করার ফলেই এটি সম্ভব হয়েছে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি ২০২১-২২ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার প্রেক্ষিত এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০১০ সাল থেকে ২১ সাল পর্যন্ত যে প্রেক্ষিত পরিকল্পনা আর লক্ষ্য স্থির করা হয়েছে সেটি অর্জন করতে সক্ষম হয়েছে সরকার। শেখ হাসিনা আরও বলেন, ‘৭৫ সালে জাতির পিতা স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন। এরপর ২৯ বছর এদেশের মানুষের জীবনে কোনো উন্নতি হয়নি। আওয়ামী লীগ সরকারে আসার পরই দেশ এগিয়ে নেয়া সম্ভব হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে রপ্তানি খাতে বিশেষ অবদানের জন্য ৭৭টি প্রতিষ্ঠানকে জাতীয় রপ্তানি ট্রফি তুলে দেন শেখ হাসিনা। এছাড়া, সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফিও তুলে দেন তিনি।