দেশের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে সরকার : মান্না
- আপডেট সময় : ০৭:০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
কারাবন্দি বিএনপি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে তাদের স্বজনরা। স্বজনদের অভিযোগ, গ্রেফতার নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না বিএনপির নেতাকর্মিদের অরাজনৈতিক আত্মীয়রা। মানববন্ধনে সংহতি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে সরকার। তিনি বলেন, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির জন্য রাজপথে আন্দোলনের বিকল্প নেই।
এভাবে কান্না করছে বৃদ্ধ মা তার সন্তানের জন্য আর স্ত্রী কারাবন্দী স্বামীর জন্য। তাদের অভিযোগ, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় সরকার গায়েবি মামলায় স্বজনদের কারাবন্দি করে রেখেছে। কারাবন্দি নেতা-কর্মিদের অনেক পরিবারের সদস্যরা ‘রাজবন্দিদের স্বজন’ নামের জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন। তারা অবিলম্বে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি চান। মানববন্ধনে সংহতি জানিয়ে বিএনপি সাথে যুগপৎ আন্দোলনে থাকা শরীক দলগুলোর নেতারা বলেন, বিচারবিভাগ ন্যায় বিচার না করলে, জনগণের কাছে এক সময় জবাবদিহি করতে হবে। রাজবন্দিদের মুক্তির জন্য রাজপথে আন্দোলনের বিকল্প নেই। মানববন্ধন শেষে স্বজনরা বন্দিদের মুক্তির দাবিতে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি প্রদানের জন্য যাত্রা শুরু করলে পুলিশ গতিরোধ করে।