দেশের বিভিন্ন অঞ্চলে তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ
- আপডেট সময় : ১২:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন অঞ্চলে তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। আরও নতুন এলাকায় শনিবার তীব্র শীতের প্রকোপ বেড়েছে। আরও অন্তত দুদিন এ পরিস্থিতি বিরাজ করতে পারে বলছে আবহাওয়া অফিস। তবে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত হতে পারে।
মৃদু শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশায় পঞ্চগড়ে আবারও জেঁকে বসেছে শীত। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
কুড়িগ্রামে কমছে না ঠান্ডার প্রকোপ। কয়েকদিন ধরে তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রী সেলসিয়াসে ওঠানামা করছে। সেই সাথে ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় জন জীবনে দুর্ভোগ নেমে এসেছে।
নাটোরে কনকনে শীতের সাথে হিমেল বাতাসে বিপদগ্রস্ত জনজীবন। ঘনকুয়াশায় রবি ফসলেরও ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা। অতিরিক্ত ঠান্ডায় হাসপাতালে বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীরা।
দিনাজপুরে টানা কয়েকদিনের মৃদু শৈত্য প্রবাহে সবচেয়ে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষেরা। প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় কাজে বেরোতে পারছে না কেউ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ৯০ শতাংশ।
দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্য প্রবাহ। গেল তিন ধরে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।