দেশের বিভিন্ন এলাকার সহিংসতায় অংশ নেয়া হেফাজতের নেতাকর্মীদের চিহ্নিত করা হয়েছে
- আপডেট সময় : ০১:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন এলাকার সহিংসতায় অংশ নেয়া হেফাজতের নেতাকর্মীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভিডিও ফুটেজে যাদের চিহ্নিত করা হয়েছে কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৬ মার্চ থেকে শুরু করে শনিবার ৩ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হেফাজত যে তাণ্ডব চালিয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে, প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জের হোটেলে নারীকে নিয়ে হেফাজত নেতা মামুনুল হকের অবস্থানের বিষয়, টেলিভিশনে প্রচারিত কথোপকথনের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ওই নারী তার স্ত্রী নন। টেলিভিশনে ওই নারী তা নিজের মুখে স্বীকার করেছেন- তিনি তার স্ত্রী নন। সেখানে রিসোর্টে তাণ্ডব চালানো হয়। হঠাৎ করে পরিকল্পিতভাবে এটা করা হলো।এদের বিরুদ্ধে ও ব্যবস্থা নেয়া হবে।