দেশের বিভিন্ন জায়গায় অভিযানে ২০ লক্ষ পিস নকল ওষুধসহ ১০ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
রাজধানী ও দেশের বিভিন্ন জায়গায় অভিযানে ২০ লক্ষ পিস নকল ওষুধ উদ্ধার ও চক্রের মূল হোতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং এসব কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। গতকাল ঢাকা মহানগরীর মিডফোর্ট, কুমিল্লার কাপ্তান বাজারের হিমালয় ল্যাবরেটরিজ ও ঢাকার সাভার থানা এলাকায় অভিযান করে তাদের গ্রেফতার করা হয়। আসামীরা দেশীয় নামি-দামী ব্র্যান্ডের বহুল প্রচারিত ওষুধ বিপুল পরিমাণে বাজারে ছড়িয়ে দিত বলে জানানো হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।