দেশের বিভিন্ন জেলায় ‘কমিউনিটি পুলিশিং ডে’ পালিত
- আপডেট সময় : ০৯:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২
- / ১৮৪২ বার পড়া হয়েছে
কমিউনিটি পুলিশিং ডে আজ। কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র– এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসুচি পালিত হয়েছে।
বরিশালে বিশাল বর্নাঢ্য রেলী এবং আলোচনা সভার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
নওগাঁয় পুলিশ সুপার কার্যালয়ের সামনে কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আলুপট্টি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী কলেজে গিয়ে যা শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা হয়। বক্তারা সবাইকে আন্তরিকতার সঙ্গে সেবা দেয়ার আহ্বান জানান।
বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়। রেলি, মোটর শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলে ও যশোরে দিনটি পালন হয়।
নানা আয়োজনে চাঁদপুরে কমিউনিটি পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
বেলুন উড়ানো, রেলি ও আলোচনা সভায় দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা দিবসটি পালন করেন সংশ্লিষ্টরা।
কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’’ এই প্রতিপাদ্যে কুষ্টিয়া, ঠাকুরগাঁও, রেলি রের করা হয়। পঞ্চগড়ে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করা হয়।
কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে কমিউনিটি পুলিশিং ডেতে বক্তব্য রাখেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আব্দুল্লা আল মামুন বাবুসহ আরো অনেকে।
সুনামগঞ্জে রেলি ও পাঠাগারের মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা, মুন্সীগঞ্জ, নেত্রকোনা, বেনাপোলে কমিউনিটি পুলিশিং ডে’র রেলী ও আলোচনা সভায় স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া রাজবাড়ী, সাতক্ষীরা, রাঙ্গামাটি, মেহেরপুর, টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।