দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় আরো ৭১ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় আরো ৭১ জনের মৃত্যু হয়েছে। এদিকে, শনাক্ত ও মৃত্যুতে প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে ৬টি জেলায়। পটুয়াখালী, চট্টগ্রাম, সিলেট, রংপুর, লক্ষ্মীপুর ও পঞ্চগড় এই হার সবচে বেশি।
গেলো ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৮ জন এবং করোনার উপসর্গ নিয়ে ৮ জন মারা যান। মৃতদের মধ্যে ময়মনসিংহের ১০ জন, নেত্রকোণার ২ জন এবং টাঙ্গাইল, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জের ১ জন করে ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি মাসেই করোনা ও উপসর্গে মারা গেলেন ৫শ’ ২৫জন।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। করোনা সনাক্ত হয়েছে ৭১৬ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।
চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো ৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া- কুষ্টিয়ায় ৭, , চুয়াডাঙ্গা ৬, ঝিনাইদহ ৩, সাতক্ষীরায় ৭ ও দিনাজপুরে ৩ জনের মৃত্যু হয়েছে।