দেশের বিভিন্ন জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
- আপডেট সময় : ০৫:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
‘বেশী বেশী মাছ চাষ করি – বেকারত্ব দূর করি’ এই শ্লোগানে দেশের বিভিন্ন জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। সকাল থেকেই নানা আয়োজনে রেলী, সমাবেশ ও আলোচনা সভা করে জেলা মৎস্য অধিদপ্তর।। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ চলবে।
সকালে বরিশালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচীর কথা জানায় স্থানীয় সরকার বিভাগ।
ময়মনসিংহে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ধোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
২৮ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এই মৎস সপ্তাহে পোনা অবমুক্তকরণ, সফল চাষিদের পুরস্কার বিতরণসহ বিভিন্ন উদ্যোগের জানানো হয়।
একই উপলক্ষে লালমনিরহাটে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর স্থানীয় একটি স্কুলে মত বিনিময় সভা করে। এতে জেলার মৎস্য উত্পাদন ও বিপণন এর বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য অধিদপ্তর। এসময় মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ বাস্তবায়ন জেলা কমিটির সদস্য।
গোপালগঞ্জে জেলা মৎস্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে মৎস্য সংরক্ষণ ও সম্প্রসারণে বিভিন্ন কর্ম পরিকল্পনা তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, অবৈধ কারেন্ট ও চায়না জালের ব্যবহার নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও মেহেরপুর, নাটোর, রাজবাড়ী, সাতক্ষীরা, নড়াইল, মৌলভীবাজার, পিরোজপুর, লালমনিরহাট, ফেনী, চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।