দেশের বিভিন্ন জেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত
- আপডেট সময় : ০৭:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
“মুজিব বর্ষের সফলতা, দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন জেলায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
নেত্রকোণায় এ উপলক্ষে রেলী, আলোচনা সভা ও দূর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসক কার্যালয়ের সামনে থেকে পৌর শহর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দল্লাহ আল মাহমুদ ও অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল।
সকালে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় এবং পাবনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় জেলা স্কুল মাঠ থেকে শোভাযাত্রা বের হয়।
ধামরাইয়ে আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান।
সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়ার আয়োজন করা হয়।
কুষ্টিয়ায় জেলা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়াসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
মানিকগঞ্জেও এক মহড়ায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট অংশ নেয়।
রাঙামাটিতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা অনুষ্ঠিত হয়।