দেশের বিভিন্ন জেলায় নানা দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:১৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় নানা দাবিতে মানববন্ধন হয়েছে।
টাঙ্গাইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সন্তোষ বাগবাড়ী এলাকার ফার্নিচার ব্যবসায়ী শামছুল হকের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। সকালে সন্তোষ বাজারে এলাকাবাসী ও বাজার কমিটির আয়োজনে শামছুল হক হত্যার বিচারের দাবিতে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী। বক্তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাসির দাবি জানান। হত্যার চারদিন পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
আশুলিয়ায় ব্যবসায়ী আবু তালেব হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। দুপুরে আশুলিয়ার গোরাট এলাকায় নিহতের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তার পরিবার।
নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে উপজেলার বৈরাটী ইউনিয়নের কাজলা গ্রামে নিজ বাড়ীতে এলাকাবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলন করে ভুক্তভোগীর পরিবার। বক্তারা বলেন, কাজলা গ্রামের মুখলেছ মিয়ার সাথে স্থানীয় বাহারউদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বাড়ীঘরে হামলাসহ উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা চলছে। সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।
বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী বগুড়া বাজার বাসস্ট্যান্ডে আন্ডারপাস এর চলমান কাজ বাতিল করার ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষে সীমাবাড়ী বাসষ্ট্যান্ডে মানববন্ধন হয়েছে। এই কাজ যেন বন্ধ না হয় সেই দাবী জানিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়। সকালে এলাকার সর্বস্তরের জনসাধারণ ও ব্যবসায়ীরা এই মানববন্ধন করে।