দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি
- আপডেট সময় : ০৭:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
উপনির্বাচনের ফল বাতিল ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সব জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
খুলনায় কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বর্তমান সরকারের আমলে হামলা মামলা যত বাড়ছে দলের নেতাকর্মীদের মনোবল তত দুর্বল হয়ে পড়ছে। নেতাকর্মীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সমাবেশ থেকে। সকালে কেডিঘোষ রোডের দলীয় কার্যঅলয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
সকালে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশে অংশ নেন জেলা বিএনপির নেতাকর্মীরা। শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ের এ কর্মসূচিতে বক্তারা, পুণরায় নির্বাচনের দাবি জানান। এসময় বিএনপির নেতাকর্মীদের নামে দায়েরে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বিএনপি জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বগুড়ার বিক্ষোভ সমাবেশ অংশ নেয়া জেলা বিএনপির নেতারা। বিএনপি চেয়ার
উপনির্বাচনে ভোট কারচুপি ও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ বগুড়া জেলা বিএনপি’র উদ্যোগে শহরের নবাববাড়ি রোডের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএপির নেতাকর্মীরা।
পুননির্বাচনের দাবিতে বরিশালে জেলা ও মহানগর বিএনপি প্রতিবাদ বিক্ষোভ করেছে। দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ভোট কারচুপির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে সকালে লালমনিরহাট আলোরুপা মোড়স্থ দলীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সকালে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনিপি।
সন্ত্রাস ভোট-ডাকাতি ও গ্রেফতারের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুন নির্বাচনের দাবিতে সকালে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা।