দেশের বিভিন্ন জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
- আপডেট সময় : ০৫:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। এসময় তিনি ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র থেকে এই টিকা খাওয়ানোর আহ্বান জানান।
ময়মনসিংহে সিভিল সার্জন ও সিটি কর্পোরেশন কার্যালয়ে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার শেখ মোহাম্মদ হাসান ইমাম ও প্যানেল মেয়র আসিফ হোসেন ডন। এবার ৬ থেকে ১১ মাস বয়সী ৮৫ হাজার ২শ’ ৯৪ শিশুকে একটি করে লাল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ লাখ ৩৯ হাজার ৫৫৭ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
নড়াইল জেলায় এ বছর ৯৭ হাজার ৫৮৫ জন শিশুকে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হবে। এই কার্যক্রম চলবে আগামী ১৯ জুন পর্যন্ত।
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সহায়ক হিসাবে নাটোরে ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এবছর নাটোরে ২ লাখ ৪৫ হাজার ৮৮২ জন শিশুকে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হবে।
পঞ্চগড়ে ভিটামিন এ’প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আফরোজা বেগম রিনা।
সকালে গোপালগঞ্জে সকালে শহরের মিয়াপাড়ায় মেরীস্টোপ ক্লিনিকে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ।
কুমিল্লায় এই ক্যাম্পইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।