দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ১৮ মাসের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন করে তারা।
নওগাঁয় বেশ কিছু দাবিতে মানববন্ধন করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের ‘স্টেপ’ প্রকল্পে কর্মরত শিক্ষকরা। এ সময় বক্তারা বলেন, প্রায় ১৮ মাস ধরে তাদের বেতন বন্ধ। দুর্বিষহ জীবন কাটছে তাদের। পাশাপাশি শিক্ষার পরিবেশও ব্যাহত হচ্ছে বলে জানান তারা।
শিক্ষকদের চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও বকেয়া বেতনের দাবিতে ঠাকুরগাঁওয়েও অবস্থান কর্মসূচী ও মানববন্ধন করেছে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকরা।
পটুয়াখালীতেও মানববন্ধন করেছে পলিটেকনিক শিক্ষকরা। কর্মসূচীতে বক্তব্য দেন প্রকৌশলী সঞ্জয় চন্দ্র সরকার, মোহাম্মদ সালাউদ্দিন ও মাসুমা আক্তার প্রমুখ।
নেত্রকোণার কেন্দুয়ার আমতলা ইউনিয়নের নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ হারিছ মিয়া ও তার সমর্থকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে পরাজিত মেম্বার প্রার্থীর বিরুদ্ধে।