দেশের বিভিন্ন জেলায় যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৮:১৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
- / ২০০৯ বার পড়া হয়েছে
কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এদিকে সিরাজগঞ্জসহ কয়েকটি জেলায় পুলিশের সাথে যুবদল নেতা কর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে পুলিশ-যুবদল-আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু জানায়, দলীয় কার্যলয়ের সামনে নেতা কর্মীরা শান্তিপুর্ন কর্মসুচী শুরু করে। এ সময় পুলিশ ব্যানার কেড়ে নেয় এবং লাঠিচার্জ শুরু করলে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালীন পুলিশে সাথে আওয়ামী লীগ-যুবলীগের নেতা কর্মীরাও বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালায়। পুলিশের গুলিতে পৌর যুবদলের আব্দুল মতিন, টিটু, সুমনা, রুবেল, স্বপনসহ ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বরিশালে পুলিশের কঠোর বেষ্টনীতে বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা, মহানগর ও উত্তর জেলা যুবদল পৃথক আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।
জামালপুরে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
নাটোরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলসহ, থানা যুবদল ও পৌর যুবদলের নেতা-কর্মীরা।
কুড়িগ্রামেও যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা শহরের পুরাতন পোষ্টা অফিস পাড়াস্থ দলীয় কার্যালয় থেকে যুবদলের উদ্যোগে একটি মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয়।
এছাড়া- চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ঝালকাঠি, নেত্রকোণা ও বগুড়ায় যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।