দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক ও ক্যামেরাপার্সনদের উপর হামলা ও মামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক ও ক্যামেরাপার্সনদের উপর হামলা ও মামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা।
সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় হামলায় নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বক্তারা বলেন, প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধীরা সরকারকে বেকায়দায় ফেলার জন্য এ ধরনের অপর্ম করছে কিনা তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা। এ কর্মসূচিতে জেলার ইলেকট্রনিক–প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও ক্যামেরা পার্সনরা অংশ নেয়।
এদিকে, পটুয়াখালীতে তানভীর হত্যার বিচারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা সকালে সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের অফিসের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার শত-শত মানুষ অংশ নেয়।