দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরিক্ষায় কোন এমসিকিউ রাখা সঠিক নয়
- আপডেট সময় : ১০:০০:২২ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরিক্ষায় কোন এমসিকিউ রাখা সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান পরিমাপ করতে অবশ্যই শতভাগ লিখিত পরীক্ষার ব্যবস্থা রাখা উচিৎ। দুপুরে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিশ্ববিদ্যালয় ভর্তির মানদন্ড নিয়ে আয়োজিত ছায়া সংসদে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
দেশের পাবলিক অথবা প্রাইভেট বিশ্ববিদ্যায়গুলো শিক্ষার্থী নির্বাচনে অধিকাংশ ক্ষেত্রে নৈবেত্তিক বা এম সি কিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়। যেখানে শিক্ষার্থীকে কোন কিছু লিখতে হয়না বরং টিক চিহ্ন দিয়েই মুল্যায়িত হচ্ছে পরবর্তী শিক্ষার জন্য।
কি হওয়া উচিৎ ভর্তি পরীক্ষায় এ নিয়েই সংসদের আদলে ছায়া সংসদের আয়োজন ডিবেট ফর ডেমোক্রেসির। যেখানে সরকারী দল বর্তমান ভর্তি পরীক্ষা পদ্ধতির পক্ষে আর বিরোধী দল ভর্তি পরীক্ষা বাতিলের পক্ষে।
শিক্ষার্থীদের বিভিন্ন দাবীতে উঠে আসে শিক্ষার মান ও বর্ধিত পরীক্ষা ফি প্রসংগ। হাসান আহমেদ চৌধুরী কিরনের মতে, করোনায় ভর্তি পরীক্ষা ফি ছাড় দেয়া উচিৎ বিশ্ববিদ্যালয়গুলোর ।
শিক্ষাবিদ ড. সিরাজুল ইসলাম চৌধুরীর মতে দেশে আসন সংখ্যা ও শিক্ষার বরাদ্দ কম হওয়া সহ বেশ কিছু বিষয় শিক্ষাকে পিছিয়ে দিচ্ছে।
বর্তমান পরীক্ষা রেখেই সেখানে লিখিত পরীক্ষায় আমুল পরিবর্তনের দাবী জানিয়ে সরকারী দলের হাতে ক্রেস্ট তুলে দেন এই শিক্ষাবিদ।