দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে চলছে বিশেষ কর্মযজ্ঞ
- আপডেট সময় : ০১:৫৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
ঈদে ঘরমুখো যাত্রীদের সেবায় দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরে চলছে বিশেষ কর্মযজ্ঞ। যাত্রী সেবায় এখানে প্রস্তত হচ্ছে ১০০টি কোচ। ১৮ এপ্রিলের মধ্যে রেলের ট্রাফিক বিভাগে এসব কোচ হস্তান্তর করবে কারখানা কর্তৃপক্ষ।
শ্রমিকদের যেন দম ফেলার ফুসরত নেই সৈয়দপুর রেলওয়ে কারখানার ২৯টি উপশপে। সকাল সাতটা থেকে শুরু করে বিরতিহীন বিকেল পাঁচটা পর্যন্ত লক্ষ্যমাত্রা পূরণে কাজ করছেন শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা। ঈদ ঘিরে যাত্রীদের বিশেষ সেবায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি কাজ করতে হচ্ছে শ্রমিকদের। এজন্য দেয়া হচ্ছে ওভার টাইম, বোনাসহ বিশেষ সুবিধা।
প্রকৌশলীরা বলছেন, রমজানে কোন ছুটি ভোগ না করে কাজ চলছে এখানে। সর্বোচ্চ সতর্কতা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে কাজ করছেন শ্রমিকরা। লক্ষ্যমাত্রার ১০০টি কোচের মধ্যে ইতোমধ্যে ৭০টি হস্তান্তর করা হয়েছে রেলের ট্রাফিক বিভাগে।
কারখানার এই শীর্ষ কর্মকর্তা জানান, ঈদে ঘুরমুখো যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে এবং ঈদ শেষে কর্মস্থলে পৌঁছাতে দেশের বিভিন্ন রুটের রেলবহরে যুক্ত হবে এই ১০০ কোচ।
১০০টি কোচের মধ্যে ৮৩টি ব্রডগেজ এবং ১৭টি মিটার গেজ কোচ রয়েছে। চলাচলের উপযোগী করা এসব রেল কোচ চলবে পশ্চিমাঞ্চল রুটে।