দেশের বেশির ভাগ জেলায় তীব্র তাপদাহ
- আপডেট সময় : ০১:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
তীব্র দাবদাহে পুড়ছে দেশ। প্রচণ্ড গরম ও অব্যাহত লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। দেশের সর্বোচ্চ তাপমাত্রা আজও রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। অনেকেই প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না। সবচে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ। এদিকে আবহাওয়া অধিদপ্ত বলেছে, আগামী বুধবার দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ২৩ তারিখের পর।
চুয়াডাঙ্গায় ১৫ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রায় জনজীবনে হাঁসফাঁস অবস্থা। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না কেউ, এতে বিশেষ করে বিপাকে পড়েছে শ্রমজীবি মানুষ। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র তাপ প্রবাহে মেহেরপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকেই তাপমাত্রা পারদ উঠতে শুরু করেছে। রোযা রেখে তীব্র গরম উপেক্ষা করে কাজ করছেন শ্রমজীবী মানুষেরা। ঈদ সামনে রেখে বাড়তি ভাড়ার আশায় বাড়ি থেকে বের হচ্ছেন ভ্যান চালকরা
ঝিনাইদহে তীব্র রোদে সড়ক মহাসড়কে যেন ঝরছে আগুন। সড়ক মহাসড়কে মানুষের উপস্থিতি অনেক কম। রোদ আর গরমে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে কাজে বের হলেও গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে।