দেশের ভবিষ্যৎ শঙ্কামুক্ত নয়, বরং শঙ্কাযুক্ত : জি এম কাদের
- আপডেট সময় : ০৭:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬২০ বার পড়া হয়েছে
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকার শুধু গণতন্ত্র ধ্বংস করেনি, রাষ্ট্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ শঙ্কামুক্ত নয়, বরং শঙ্কাযুক্ত। দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পেশাজীবী সমাজের মতবিনিময় সভায় একথা বলেন জাপা চেয়ারম্যান। নির্বাচন নিয়ে দুই দল মরিয়া হয়ে ওঠায়, দেশে বড় ধরনের সংঘাত-সহিংসতার আশঙ্কা করছেন জি এম কাদের।
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় পেশাজীবী সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পেশাজীবী সমাজের কেন্দ্রীয় নেতারা তুলে ধরেন তাদের মতামত।
বিশেষ অতিথি জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপি সাধারন মানুষের জন্য কখনই চিন্তা করে না। দুই দলই চায় শুধু ক্ষমতা। প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, দেশে গণতন্ত্র নেই। যেভাবে চলছে, তা সুশাসনের পক্ষে নয়। দেশের ভবিষ্যৎ সংঙ্কামুক্ত নয় বরং সংঙ্কাযুক্ত বলেও মনে করেন জি এম কাদের।