দেশের ভয়াবহ পরিস্থিতির পরিবর্তনে সরকার বদলের কোন বিকল্প নেই : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
দেশের ভয়াবহ পরিস্থিতির পরিবর্তনে সরকার বদলের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। এদিকে, বাক স্বাধীনতা হরণের সবচে বড় হাতিয়ার- ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা। সকালে ভার্চুয়াল আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
১৯ সেপ্টেম্বরকে “মুক্ত সাংবাদিকতার অন্তর্ধান দিবস” হিসেবে পালন উপলক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজন করে এই ভার্চুয়াল আলোচনা সভার।
এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সাংবাদিক নেতারা। এসময় গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে দুর্নীতিবাজদের সহায়তা করায় সরকারের তীব্র সমালোচনা করেন তারা। সংবিধান জনগণের বাক স্বাধীনতা দিলেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে তা হরণ করার অভিযোগ ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি- বিএনপি মহাসচিব সংবাদকর্মীদের কন্ঠরোধ করে জনগণের ওপর সরকারের দমন-পীড়নের সমালোচনা করেন।
দেশজুড়ে বিরাজমান ভয়াবহ সংকট থেকে মুক্তি পেতে সরকার পরিবর্তনের ওপর জোর দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় হওয়ারও আহবান জানান বিএনপি মহাসচিব।