দেশের মানুষের কাছ গিয়ে লাভ হচ্ছে না, বিদেশে ভোট ভিক্ষা করছেন প্রধানমন্ত্রী : আমির খসরু
- আপডেট সময় : ০৮:৪৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে কালো পতাকা মিছিল পূর্ব সমাবেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের প্রতিপক্ষ। মানুষের দ্বারে গিয়ে লাভ হবে না জেনে, বিদেশে গিয়ে ভোট ভিক্ষা করছেন। বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে আবারো হুঁশিয়ারি দেন দলের সিনিয়র নেতারা।
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুন: প্রতিষ্ঠার ১দফা দাবিতে রাজধানীর শ্যামলী রিংরোডে কালো পতাকা মিছিল পূর্বক সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
নির্ধারিত সময় বিকাল ৩টা হলেও বৈরি আবহাওয়া উপেক্ষা করে, দুপুর ১২টা থেকেই মিছিল শ্লোগানে দলে দলে আসতে থাকে নেতাকর্মিরা।
দলের সিনিয়র নেতারা বলেন, বিএনপি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আর সব কিছুর ফয়সালা হবে রাজপথে।
সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার নতুন নাটক তৈরি করছে।
প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা সফরের সমালোচনা করেন তিনি।
দেশের মানুষকে বাঁচাতে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় জানানো হবে বলে হুশিয়ার দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
পরে বিএনপির সিনিয়র নেতাদের নেতৃত্বে বের হয় কালো পতাকা মিছিল।
মিছিলটি আদাবর, মোহাম্মদপুর শিয়ামসজিদ, মোহাম্মাদপুর বাস স্টান্ট হয়ে ভেড়ি বাঁধ চৌরাস্তায় গিয়ে শেষ হয়।