দেশের যত অর্জন সবই আ’লীগের হাত ধরে এসেছে : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৬:৪৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭২৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের যত অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে এসেছে। বিকেলে আওয়ামী লীগ আয়োজিত মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই গেলো ১৫ বছরে দেশের আমূল পরিবর্তন হয়েছে। ভাষা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস বিকৃতিকারীরাই দেশের বদনাম ছড়াচ্ছে।
মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর তেজগাও ঢাকা জেলা কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সভাপতির বক্তব্যে শেষ হাসিনা বলেন, ২১ ফেব্রুয়ারিতে শহীদ দিবস পালন করতে পারা আওয়ামী লীগের অবদান।
ভাষা নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে জানিয়ে বঙ্গবন্ধু কণ্যা বলেন, ভাষা আন্দোলনের চেতনার হাত ধরেই স্বাধীনতা এসেছে। তিনি জানান, দেশের মানুষের কথা বলতে গিয়ে বারবার জেলে গেছেন বঙ্গবন্ধু। যারা ইতিহাস বিকৃতি করার চেস্টা করছে তারাই দেশের ক্ষতি করেছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।