দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির মতো ব্যর্থ বিরোধী দল আর নেই : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপির মতো ব্যর্থ বিরোধী দল আর নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, সরকারের পদত্যাগ দাবী করার আগে গেল ১২ বছরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপি নেতৃত্বের পদত্যাগ করা উচিত। এছাড়া পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন সামাজিক ঐক্য গড়ে তোলার তাগিদ দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকলে সরকারি বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্প্রতি মধ্যবর্তী ও নতুন নিবার্চনের দাবিতে বিএনপির মহাসচিবের বিভিন্ন বক্তব্যের জবাব দেন সেতুমন্ত্রী।
করোনাকালে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী সামাজিক অস্থিরতার পাশাপাশি পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন বেড়েছে বলেও জানান ওবায়দুল কাদের।
এছাড়া বাংলাদেশে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারের অবস্থান কঠোর উল্লেখ করে সকলকে সামাজিক ঐক্য গড়ে তোলার আহবান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।