দেশের শান্তিরক্ষী বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে : কাদের

- আপডেট সময় : ১০:৩৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / ১৬২০ বার পড়া হয়েছে
দেশের শান্তিরক্ষী বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ কাজে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালকে ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে একথা বলেন ওবায়দুল কাদের। শান্তিপূর্ণ নির্বাচন হলে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন তিনি। জানান, আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সাদামাটা হলেও, উদযাপন করা হবে স্বতঃস্ফূর্ত ও বহুমাত্রিকভাবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ হচ্ছে বলেও জানান তিনি।
বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজেরা ব্যর্থ হয়ে বিদেশী শক্তিকে কাজে লাগাতে চায় তারা। বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় শান্তিপূর্ণ নির্বাচন। তাই যে কোনো পরিস্থিতিতে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই করা হবে বলে জানান ওবায়দুল কাদের।