দেশের সকল সংকটে পরম বন্ধু ছিলেন প্রণব মুখার্জি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২১:০৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
প্রণব মুখার্জির কর্মময় জীবন আলোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সকল সংকটে পরম বন্ধু ছিলেন তিনি। ভারতের সাবেক এই রাষ্ট্রপতি আন্তর্জাতিক পরিমন্ডলেও বাংলাদেশকে তুলে ধরেছিলেন। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভায় গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। আসন্ন উপনির্বাচনে দলের বিজয় নিশ্চিতে এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
বুধবার বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি শ্রী প্রণব মূখার্জির স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।
এ সময় ঢাকা মেডিকেল কলেজের সক্ষমতা বাড়ানো, ঐতিহ্য বজায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জাতীয় শহীদ মিনার, পাবলিক লাইব্রেরি ও জাদুঘরের আধুনিকায়নসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান সরকার প্রধান।
এছাড়া বিষয় ভিত্তিক সম্পাদকদের নিজ দায়িত্ব পালনের পাশাপাশি তৃণমুলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করারও আহবান জানান প্রধানমন্ত্রী।
আসন্ন উপনির্বাচনে দলের বিজয় নিশ্চিতে এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।