দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারসহ দেশের সব সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, শুক্রবার ছুটির দিনে বৈরি আবহাওয়ার মাঝেও হাজারো পর্যটকের উপস্থিতিতে মুখর ছিলো কক্সবাজার সমুদ্র সৈকতের সবগুলো পয়েন্ট।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘণীভূত হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। লঘুচাপের প্রভাবে পরবর্তী তিন দিনে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়ার পরিস্থিতির অবনতি হতে পারে। লঘুচাপ নিম্নচাপে পরিণত হলে উপকূলে বাতাসের গতিবেগ এবং দক্ষিনাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।