দেশের সব সিটি করপোরেশন মেয়রদের অপসারণ

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
- / ১৯৮০ বার পড়া হয়েছে
দেশের সব সিটি করপোরেশন মেয়রদের অপসারণ করেছে সরকার। সোমবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এসব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করেছে সরকার।
পদ হারানো ১২ মেয়র হলেন- ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটির আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, খুলনার তালুকদার আব্দুল খালেক, রাজশাহীর এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বরিশালের আবুল খায়ের আব্দুল্লাহ, রংপুরের মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহের ইকরামুল হক টিটু, কুমিল্লার তাহসিন বাহার সূচনা, গাজীপুরের জায়েদা খাতুন এবং নারায়ণগঞ্জের সেলিনা হায়াৎ আইভী। এর আগে, ৬০ জেলা পরিষদ চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা চেয়ারম্যান এবং ৩২৩ পৌরমেয়রকে অপসারণ করে তাদের স্থলে প্রশাসক নিয়োগ করা হয়।