দেশের সর্ববৃহৎ ইনডোর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন
- আপডেট সময় : ০৯:২০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১৮৮২ বার পড়া হয়েছে
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু-সংলগ্ন শেখ রাসেল সেনানিবাসে দেশের সর্ববৃহৎ ইনডোর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বলেন, সক্ষমতার দিক দিয়ে সেনাবাহিনীকে আর্ন্তজাতিক মানের গড়ে তুলতে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করেন তিনি। ফায়ারিং প্রশিক্ষণের প্রথম দিনে দুজন করে ছয়টি দলে ১২ সেনাসদস্য নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করেন। নবনির্মিত অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জে বৈরী আবহাওয়াতেও ১০০ মিটার দূরত্ব থেকে ফায়ারিংসহ স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু পরিবর্তনের সুবিধা রয়েছে। যা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য ফায়ারিং অনুশীলনের ধারায় একটি নতুন সংযোজন। এ ছাড়া সেনাপ্রধান জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যদের পারিবারিক বাসস্থান, গ্যারিসন কেন্দ্রীয় মসজিদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন।