দেশের সাম্প্রদায়িক ও ষড়যন্ত্রের রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দেশের সাম্প্রদায়িক ও ষড়যন্ত্রের রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আলোচানায় সভায় দলটির নানা কর্মকান্ডের সমালোচনা করে এমন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, এখনো প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতি থেকে বের হতে পারেনি তারা।
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা।
এসময় ব্ক্তারা বলেন, বিএনপি ৭১, ৭৫ এবং ২০০৪-এর ঘাতক। দেশকে এখনো অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায় তারা।
বেগম খালেদা জিয়ার জন্মদিন প্রসঙ্গে আওয়ামী লীগের বক্তব্য শিষ্টাচার বিবর্জিত, বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের।
বিএনপি সরকারের সময় ঘটে যাওয়া নানা সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।