দেশের স্বাধীনতা ক্ষুণ্ন করে আ’লীগকে সাহায্য করছে ভারত : রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪
- / ১৭০১ বার পড়া হয়েছে
দেশে দুর্ভিক্ষ চলছে, রাস্তাঘাটে বাড়ছে ভিক্ষুকের সংখ্যা। অন্যদিকে, ক্ষমতাসীন দলের নেতারা দিন দিন বিপুল অর্থবিত্তের মালিক হচ্ছে— এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রাজধানীর নয়াপল্টনে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে এ অভিযোগ করেন তিনি। এ সময় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির এই নেতা। রিজভী বলেন, জনগণকে অনাহারে রেখে আওয়ামী লীগের রাজনীতি করে কিছু মানুষ আঙুল ফুলে কলাগাছ হয়েছে। আবারও ভিক্ষুকের দেশে পরিণত করার চেষ্টা চলছে। তার অভিযোগ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে সাহায্য করছে ভারত। যারা বাংলাদেশের মানুষকে অসম্মান করে, তাদের পণ্য কেনো কেনা হবে এমন প্রশ্নও তোলেন রিজভী।