দেশের স্বার্থে বিশৃঙ্খলাকারীদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি কাদেরের
- আপডেট সময় : ০৮:৫৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আগামী ২৭ জুলাই বিএনপির মহাসমাবেশকে ঘিরে সংঘাতের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে জনগণের জানমাল হুমকিতে পড়লে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর নির্বাচন প্রতিহতের ঘোষণা বানচালের সামিল মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, দলটির শিক্ষা ও মানবসম্পদবিষয়ক উপ-কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। জানান, ২৭ জুলাই ওয়ামী লীগ-বিএনপির সমাবেশকে ঘিরে সংঘাতের শঙ্কা নেই।
সরকার পতন আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শক্তিই হলো জনগন। বিএনপির আন্দোলনের স্বপ্ন আবারও মাঠে মারা যাবে।
সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর নব নির্বাচিত প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
অদৃশ্য শক্তির কারণে বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিতে পারছে না বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে ইন্টারনেট বন্ধ করার বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করছে না বরং বিএনপি এজেন্ট ব্যবহার করে সরকার ও দেশে বিরুদ্ধে বিষোদগার করছে।