দেশের ১৫৬ উপজেলার ৩০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে
- আপডেট সময় : ১১:০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
দ্বিতীয় ধাপে দেশের ১৫৬ উপজেলার ৩০ শতাংশের কাছাকাছি ভোট পড়েছে। অনেক উপজেলায় বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে। তবে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বিভিন্ন এলাকায় কেন্দ্র দখল, প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হন। বিভিন্ন কেন্দ্রে মোতায়েন করা হয় বাড়তি ফোর্স।
উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারীর একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এই ঘটনায় ১০ জন আহত হন। রাজশাহীর দুর্গাপুর ও কালিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। দুর্গাপুরে দুই চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরদার ও শরীফুজ্জামান শরীফের সমর্থদের মাঝে ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ বাধে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জে একই প্রার্থীদের সমর্থকদের মধ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এদিকে..নাটোরের বাগাতিপাড়া কেন্দ্রে ভোটারদের ভোটদানে বাধা প্রদান ও মারপিটের ঘটনা ঘটেছে। শালিক প্রতীকের আসলাম উদ্দিন ও আনারস প্রতীকের শরিফুল ইসলামের সমর্থকদের বিরুদ্ধে মারপিট ও এজেন্টেদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ভোটে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৫ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। ওই কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকের গাড়ী ভাংচুর করা হয়। এদিকে..অতিগুরুত্বপূর্ণ কেন্দ্র বেশি হওয়ায় সাতক্ষীরার আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার পরিবর্তে ওই থানায় নির্বাচনী দায়িত্ব দেয়া হয়েছে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানকে।
মেহেরপুরে গাংনীর চিতলা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার দায় সাইদুল ইসলাম নামে এক এজেন্টকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।গাইবান্ধা সদরে জাল ভোট দেয়ার অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। নিজের ভোট দিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে।যশোরের শার্শা পাইলট হাইস্কুল কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় একজনকে আটক করা হয়েছে।রংপুরে মিঠাপুকুরের শঠিবাড়ী কলেজ কেন্দ্রে জোরপূর্বক জাল ভোট দেয়ার সময় স্থানীয় সংসদ সদস্যের ভাইসহ তিনজনকে আটক করা হয়। এঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে ওই কেন্দ্রসহ আশেপাশের কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়।
এদিকে, সুষ্ঠু নির্বাচনের লক্ষে জামালপুরে দেওয়ানগঞ্জের পোলাকান্দি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।