১৬ কোটি মানুষকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে সরকার কাজ করছে
- আপডেট সময় : ০২:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
দেশের ১৬ কোটি মানুষকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় । তিনি বলেন, সরকার দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করার উদ্যোগ নিয়েছে। সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ১৪৬ টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করে এই সব কথা বলেন তিনি৷
দেশের সব সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটে অপটিকেল ফাইবার নেটওয়ার্ক স্থাপন প্রকল্পের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াই-ফাই সংযোগ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় । প্রাথমিক পর্যায়ে দেশের ১৪৬টি কলেজ-বিশ্ববিদ্যালয়ে একযোগে ১০ মেগাবাইট গতিসম্পন্ন ওয়াই-ফাই নেটওয়ার্ক সংযোগের মধ্য দিয়ে এ বিশাল কর্মযজ্ঞের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।
সজীব ওয়াজেদ জয় বলেন, ডিজিটাল বাংলাদেশ নির্মানের অঙ্গীকার বাস্তবায়নে দেশের প্রতিটি মানুষকে ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে বদ্ধপরিকর সরকার। তিনি আরো জানান, তরুন প্রজন্মকে প্রযুক্তি ব্যবহারে দক্ষ হতে হবে। তারা একদিন আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় জিতবে বলে আশা করেন তিনি। মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের এই নেটওয়ার্কের উচ্চগতি নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।