দেশের ১৬ জেলায় আরও দুই দিন পানি বাড়তে পারে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
মৌসুমের তৃতীয় দফা বন্যায় দেশের ১৬ জেলায় আরও দুই দিন পানি বাড়তে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান। সমুদ্রে যদি জোয়ার থাকে, তাহলে মধ্যাঞ্চলের পানি কমতে কিছুটা দেরি হতে পারে। তবে আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই দেশের সব জায়গার পানি নেমে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। দুপুরে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে তিনি জানান, ত্রাণের কোথাও কোনো সঙ্কট নেই।
দেশের প্রায় ৩১ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিন দফা বন্যায় পানিবন্দী সাড়ে আটলক্ষেরও বেশি পরিবার। ঢাকার আশপাশের নদ-নদীর পানি বাড়ায় বন্যার আশংকায় রয়েছে রাজধানীবাসী।
দুপুরে সচিবালয়ে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি জানান, সুমদ্রে জোয়ারের কারণে দেশের মধ্যাঞ্চলে বন্যার পানি কমতে দেরি হতে পারে। তবে প্রকৃতি নতুন করে বৈরী না হলে আগাস্টের প্রথম সপ্তাহের মধ্যে দেশের সব জায়গা থেকে বন্যার পানি নেমে যাবে।
ত্রাণ প্রতিমন্ত্রী জানান, বন্যায় ত্রাণ সহায়তা তদারকি করতে ছয়টি কমিটি করা হয়েছে। তারা আগামী ২১ দিন তৃণমূল পর্যায়ে ত্রাণ কার্যক্রমের দেখভাল করবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা সচিব বলেন, ১৯৮৮ সালের পরে এবারে ঢাকায় বড় বন্যা হবে- জাতিসংঘের এমন আশংকার কোন কারণ দেখছে না বন্যা পুর্বাভাস কেন্দ্র।
সভায় তিন দফায় দেশের ৩১টি জেলা বন্যা কবলিত হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ১৪৭টি উপজেলায় আট লাখ ৬৫ হাজার ৮০০টি পরিবারের ৩৯ লাখ ৭৫ হাজার ৯৩৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব অঞ্চলে এক হাজার ৫১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, সেখানে ৮৮ হাজার ৬২ জন আশ্রয় নিয়েছেন।