দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারী
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / ১৭৭১ বার পড়া হয়েছে
দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আউয়াল।
বলেন, সিইসির কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১২ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই, ১৩ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৪ ফেব্রুয়ারি। আর সংসদ ভবনে ভোটগ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেবেন রাষ্ট্রপতি নির্বাচনে। এর আগে নির্বাচন কমিশনে বৈঠক হয়। এসময় উপস্থিত ছিলেন, কমিশনার রাশেদা সুলতানা, আনিসুর রহমান, ইসি সচিব জাহাংগীর আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা। সংবিধান অনুযায়ী আগামি ২৩ এপ্রিল শেষ হচ্ছে বর্তমান রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের মেয়াদকাল।