দেশের ২৩তম প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন আজ হতে পারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দেশের ২৩তম প্রধান বিচারপতি নিয়োগের প্রজ্ঞাপন আজ হতে পারে বলে জানা গেছে। বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন নতুন প্রধান বিচারপতি।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ বিচারিক জীবনের শেষ কর্মদিবসের দায়িত্ব পালন করবেন। বুধবার তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আনুষ্ঠানিক বিদায়ী সাক্ষাৎ করেছেন। আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হচ্ছেন পরবর্তী চিফ জাস্টিস। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধান বিচারপতিকে নিয়োগ দেবেন।