দেশে আরও ১৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস
- আপডেট সময় : ০৭:৫৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
দেশে আরও ১৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এনিয়ে করোনায় মৃতের সংখ্যা হলো ৭৫ জন। আর নতুন করে ২৬৬ জন করোনায় শনাক্ত হলেন। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৩৮ জনে। অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থমন্ত্রী জাহিদ মালেন। তিনি জানান, আক্রান্ত হওয়া ৮০ শতাংশেরই কোন চিকিৎসার প্রয়োজন হয় না। অন্যদিকে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্তদের ৪৬ ভাগ ঢাকার বাসিন্দা। একারণে রাজধানী ঢাকাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবেই দেখছেন তিনি।
মহামারী করোনাভাইরাসে ক্রমেই বাড়ছে মৃত্যুর মিছিল। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। প্রতিদিনের মতো দুপুরে মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম-এমআইএস মিলনায়তনে, অনলাইন ব্রিফিং শুরু করেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বারিধারার বাসা থেকে ব্রিফিংয়ে সংযুক্ত হয়ে দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত ও নতুন শনাক্ত হওয়া রোগীর তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
করোনার চিকিৎসায় নেওয়া নানাবিদ পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, আক্রান্তদের ৮০ শতাংশের বেশি রোগীর কোনো চিকিৎসার প্রয়োজন হয় না।
আতংক না ছড়িয়ে, টিভিতে বেশী বিনোদনমুলক অনুষ্ঠান প্রচারের আহ্বান জাহিদ মালেক।
বাসা থেকে সংযুক্ত হয়ে আইইডিসিআরের পরিচালক জানান, নারী পুরুষ বিচারে ৬৮ শতাংশই পুরুষ। আর ঝুঁকিপুর্ন বিবেচনায় প্রথমে ঢাকা ও পরে নারায়নগঞ্জ বলে জানান তিনি।
করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ দিয়ে অধ্যাপক ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, বাড়ীতে থেকেও আইইডিসিআরেরর সহায়তায় করোনা চিকিৎসা গ্রহন করা যায়।