দেশে ইলেকশনের বদলে সিলেকশন চলছে : জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ১৮৪৩ বার পড়া হয়েছে
নির্বাচনের নামে দেশে ইলেকশনের বদলে সিলেকশন চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দেশের গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। দুপুরে বনানীতে দলে আইনজীবীদের যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এখন আইন ও সংবিধানের চর্চায় কোন লাভ হবে না। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে জিএম কাদের বলেন, একই সরকার বেশিদিন থাকলে অস্থিতিশীলতার বীজ আস্তে আস্তে ছড়াতে থাকে। এর আগে একই অনুষ্ঠানে জাতীয় পার্টিতে যোগ দেন ৫৫ জন আইনজীবী। এদিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় আইনজীবী ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।