দেশে একদলীয় শাসন চালানোর অভিযোগ বিএনপি নেতাদের
- আপডেট সময় : ০৭:২৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিপন্ন স্বাধীনতাকে উদ্ধার করাই প্রধান চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার মুল মন্ত্র- মুক্তিযুদ্ধের চেতনাই দেশে অনপুস্থিত জানিয়ে তিনি বলেন, যে কারণে দেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার। দুপুরে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত বিএনপি’র কমিটি’র প্রথম ভার্চুয়াল সভায় একথা বলেন মির্জা ফখরুল। এসময় দেশে একদলীয় শাসন এবং গণতন্ত্রের সংকট চলছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র নেতারা।
অনলাইনে দেশের স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় কমিটি’র” প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, দেশে একদলীয় শাসন এবং গণতন্ত্রের সংকট চলছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিপন্ন স্বাধীনতাকে উদ্ধার করাই বর্তমানে প্রধান চ্যালেঞ্জ।
বিএনপি মুক্তিযোদ্ধের চেতনার পক্ষের শক্তি উল্লেখ করে স্বাধীনতার সূর্বণ জয়ন্তী উদযাপনে সবাইকে প্রস্তুতি নেয়ার আহবান জানান বিএনপি নেতারা।