দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর একদিনে নতুন শনাক্ত হয়েছে ৫৪ জন।এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২০, আর আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১৮ জনে। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আর সারাদেশে ৭ হাজার ৯৯৩টি আইসোলেশন বেডের পাশপাশি হাসপাতালগুলোতে ১১২টি আইসিইউ প্রস্তুত রয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা।
বুধবার দুপুরে করোনাভাইরাসের সবশেষ তথ্য জানাতে অনলাইন ব্রিফিংয়ে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক ডা. সানিয়া তাহমিনা এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান -আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক জানান, গেল ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৮৮জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক ডা. সানিয়া তাহমিনা জানান, সারাদেশে নতুন করে ৮৭০ জনকে হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এছাড়া, বর্তমানে দেশের ১৬ টি স্থানে করোনা পরীক্ষা করা হচ্ছে উল্লেখ করে ডা. সানিয়া তাহমিনা জানান, এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ১১২টি আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে।
গেল ২৪ ঘন্টায় আকাশ পথে কোন যাত্রী দেশে প্রবেশ না করলেও নৌ ও স্থল বন্দর দিয়ে প্রবেশ করেছে ৩১৪জন।