২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে শনাক্ত দুই হাজার ছাড়ালো
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় শনাক্ত দুই হাজার ছাড়ালো, এসময় শনাক্ত হয়েছে দুই হাজার ১০১ জনের। ভাইরাসটিতে মারা গেছে আরও দুই জন।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তেরর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এ ভাইরাসটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িঁয়েছে ১৯ লাখ ৬৭ হাজার ২৭৪ জন এবং মোট মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ১৪২ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ছয় হাজার ৮৬৭ জন। এতে বলা হয়, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯২০টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮২০টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।