দেশে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা সোয়া ২ লাখ ছাড়িয়েছে
- আপডেট সময় : ০১:৫৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
দেশে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা সোয়া ২ লাখ ছাড়িয়েছে। সংক্রমণ শুরুর পর থেকে এত চিকিৎসাধীন রোগী এর আগে দেখা যায়নি। তবে আক্রান্ত ব্যক্তিদের প্রায় ৯৯ শতাংশই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখন যত রোগী শনাক্ত হচ্ছেন, তাঁদের বেশির ভাগের জটিলতা কম। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩০ জন। এ নিয়ে টানা ছয় দিন ধরে করোনায় মৃত্যুর সংখ্যা ৩০-এর ঘরেই থাকছে। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যানে দেখা যায়, সংক্রমণ শনাক্তের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৯তম।তবে চিকিৎসাধীন রোগীর দিক থেকে বাংলাদেশ ৩৭তম স্থানে।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকেই বুস্টার ডোজ তৈরির কাজ শুরু করে টিকা তৈরিকারক বিভিন্ন প্রতিষ্ঠান। তবে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, মডার্নার তৈরি বুস্টার ডোজ বানরের শরীরে যে ধরনের রোগ প্রতিরোধব্যবস্থা তৈরি করে, ঠিক একই ধরনের রোগ প্রতিরোধব্যবস্থা তৈরি করে করোনার সাধারণ টিকাও।
ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাচ ডিজিজের সেলুলার ইমিউনোলজি বিভাগের প্রধান রবার্ট সেডার জানান, অমিক্রনের জন্য আলাদাভাবে টিকার বুস্টার ডোজের প্রয়োজন নেই। ফাইজার-বায়োএনটেক ও মডার্না গত সপ্তাহে মানবদেহে বুস্টার ডোজের পরীক্ষা চালিয়েছে। এরপরই এমন তথ্য জানালেন গবেষকেরা। এছাড়াও করোনার টিকার তৃতীয় ডোজ শরীরে অ্যান্টিবডির পরিমাণ বাড়ায় এবং নতুন ধরনগুলো প্রতিরোধ করতেও অ্যান্টিবডিকে সাহায্য করে। তবে এই ধরন যদি অমিক্রন থেকে পরিবর্তিত হয়ে নতুন ধরনে তৈরি হয়, তবে টিকায় পরিবর্তন আনতে হতে পারে।