দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ১৪০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৯৯৮ জনে। দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, চারটি জেলা ছাড়া দেশের সব জেলায় ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ।
দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ক্রমেই বাড়ছে আক্রান্ত সংখ্যা। এরই মধ্যে তা পাঁচ হাজারের ঘর স্পর্শ করেছে।
নিয়মিত অনলাইন ব্রিফিং-এ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, তুলে ধরেন গত ২৪ ঘন্টায় দেশের সবশেষ করোনা পরিস্থিতি।
করোনায় মারা যাওয়া নতুন ৯ জনের মধ্যে ঢাকায় ৩ জন ও ঢাকার বাইরে ছয় জন।এদের চার জন পুরুষ, পাঁচ জন নারী। ৪ জেলা ছাড়া সারাদেশে করোনার সংক্রমন ছড়িয়ে পড়েছে বলেও জানান তিনি।
আক্রান্তের সংখ্যা বাড়ায় পরীক্ষাকেন্দ্র আরো বাড়ানো হয়েছে বলেও জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
করোনা সংক্রমন ঠেকাতে সবাইকে হোম কোয়ারেন্টিন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডা: নাসিমা সুলতানা